অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্ বাংলা ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ডাচ্ বাংলা ব্যাংক

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় যৌথ-উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারী বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটিতে “অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO)- মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড (ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার পদে আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

পদের নাম:
– অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ফর ডেপ্লোয়িং ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড

পদ সংখ্যা:
– নির্ধারিত নয়৷

শিক্ষাগত যোগ্যতা:
– সরকার অনুমোদিত যেকোন কলেজ/ বিশ্ববিদ্যালয় থেকে নুন্যতম ২য় বিভাগ পেয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা:
– প্রয়োজন নেই।

বয়স সীমা:
– সর্বোচ্চ ৩০ বছর ‌

চাকরির দায়-দায়িত্ব:
– কার্ড/ অ্যাপ থেকে POS ও QR কোডের মাধ্যমে পেমেন্ট সম্পর্কিত সকল ডিজিটাল পেমেন্ট সার্ভিস এবং ডেবিট/ ক্রেডিট কার্ড সর্ম্পকে পরিপূর্ণভাবে জানা।
– সকল স্বনামধন্য বহুজাতিক/ দেশীয় প্রতিষ্ঠানে ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সল্যুশনের প্রস্তাব দেয়া এবং সফল সম্পর্ক স্থাপন করা।
– প্রতি মাসে POS ও QR কোডে Agreement এবং Sales র্টাগেট অর্জন করা।
– ব্যাংক প্রদত্ত নির্ধারিত নির্ধারিত এলাকার প্রতিটি POS ও QR কোডে প্রতিমাসে বাধ্যতামূলকভাবে ৪ বার টেস্ট ট্রানজেকশন করা।
– প্রতিদিন মার্চেন্ট ভিজিট করা এবং Call Report তৈরী করে সংশ্লিষ্ট Relationship Manager কাছে জমা দেয়া।
– মার্চেন্টের যাবতীয় Merchant Acquiring সম্পর্কিত সেবা নিশ্চিত করা এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখা।
– প্রতিদিন কমপক্ষে ২০টি সম্ভাব্য মাচেন্টের সাথে দেখা করে POS ও QR কোডের মাধ্যমে পেমেন্ট গ্রহন করার গুনাগুণ বোঝানো এবং কমপক্ষে ২ টি Merchant Agreement সংগ্রহ করা।
– দোকানের বা প্রতিষ্ঠানের POS ও QR-এর সাথে ব্যবহূত ব্যাটারি ও চার্জার, QR কোড স্ট্যান্ড এবং ব্র্যান্ডিং এর রক্ষণাবেক্ষণ করা।
– ব্যাংক প্রদত্ত নির্ধারিত এলাকাতে নতুন প্রতিষ্ঠানের ব্যাংকের POS ও QR কোডের মাধ্যমে পেমেন্ট গ্রহন করার জন্যে চুক্তি সম্পন্ন করা।
– মার্চেন্টকে POS ও QR কোডের মাধ্যমে পেমেন্ট গ্রহন করার জন্যে উৎসাহিত করা।
– দোকান/ প্রতিষ্ঠান ব্র্যান্ডিং করা।
– মার্চেন্টের পরিপূর্ণ তথ্য দিয়ে সঠিকভাবে ফরম পূরণ করা/ করানো এবং প্রয়োজনীয় কাগজপএাদি সঠিকভাবে সংগ্রহ করা।
– সম্ভাব্য মার্চেন্টেদর কাছ থেকে অনুমতি নিয়ে তাদের Visiting Card এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা।
– কার্ডহোল্ডারগণকে POS ও QR কোডের মাধ্যমে পেমেন্ট করার জন্য উৎসাহিত করা।

চাকরির ধরণ:
– চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরণ:
– নারী ও পুরুষ উভয়েই৷

কর্মক্ষেত্র:
– অফিসে।

কর্মস্থল:
– বাংলাদেশের যেকোনো স্থানে

অন্যান্য শর্তাবলী:
– স্মার্টফোন, মোবাইল, ইন্টারনেট, Whatsapp/ Messenger/ Zoom Meeting/ Google Meet এবং ইমেইল ব্যবহার জানতে হবে।
– Microsoft Word/ Excel এর নুন্যতম ব্যবহার জানতে হবে।
– এই পদের জন্য কারা অগ্রাধিকার পাবেন-
• যাদের ইতিপূর্বে Sales & Marketing এর কাজে অভিজ্ঞতা রয়েছে।
• যারা বাণিজ্য/ অর্থনীতি/ এ সম্পর্কিত বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
• যারা নিজস্ব স্মার্টফোন এবং মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
• যাদের নিজস্ব মোটরবাইক/ স্কুটার রয়েছে।

বেতন ও ভাতা:
– মাসিক ১০০ পয়েন্টের লক্ষ্যমাত্রা অর্থাৎ নুন্যতম ১০টি বা তার বেশী Credit Card ইস্যু করলেই নূন্যতম ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা পাবেন।
– লক্ষ্যমাত্রার বেশী অর্জন করলে মাসে সর্বোচ্চ ১,০০,০০ (এক লক্ষ) টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে।
– শিক্ষানবিশ থাকাকালীন (প্রথম তিন মাস) নূন্যতম মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও ৪,০০০ টাকা করে প্রদান করা হবে।
– বাৎসরিক ২টি উৎসব বোনাস ও ইন্সুরেন্স সুবিধা।

আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন এখানে

হার্ড কপি পাঠানোর ঠিকানা:
– প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা: আগ্রহী প্রার্থীগণ আপনাদের জীবনবৃত্তান্ত পাঠিয়ে দিন নিন্ম উল্লেখিত ঠিকানায়: মাল্টিড্রাইভ সার্ভিসেস লিমিটেড, বাড়ী নং: ২০/২, (৩য় তলা), পশ্চিম পান্থপথ, উত্তর ধানমন্ডি, ঢাকা-১২০৫ (স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে, সন্ধ্যারাম প্লাজার পিছনের বাড়ি)।
ইমেইল: mdsl.bd.info@gmail.comrezaul.multidrive@gmail.com

আবেদনের শেষ তারিখ:
– ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।

সোর্স: বিডি জবস

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *