ক্রেডিট অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

ক্রেডিট অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ দেবে ওয়ান ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ব্যাংক হিসেবে অন্যতম হলো একটি ওয়ান ব্যাংক লিমিটেড। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। ব্যাংকটিতে ‘ক্রেডিট অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (অফিসার-এসপিও)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– ওয়ান ব্যাংক লিমিটেড

পদের নাম:
– ক্রেডিট অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার

পদ মর্যাদা:
– অফিসার-এসপিও।

পদ সংখ্যা:
– ৫ টি৷

শিক্ষাগত যোগ্যতা:
– যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
– সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড থাকতে হবে।

অভিজ্ঞতা:
– যেকোন শীর্ষস্থানীয় ব্যাংকে ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস/ রিলেশনশিপ ম্যানেজমেন্ট, লোন এবং এডভান্স এবং সিকিউরিটি ডকুমেন্টেশন এ ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স:
– সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির ধরণ:
– ফুল টাইম ও স্থায়ী৷

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই৷

অন্যান্য শর্তাবলী:
– ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।
– যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– নেগশিয়েশন, নেতৃত্বের গুণাবলী থাকতে হবে।

কর্মস্থল:
– ফেনী ও নোয়াখালী।

কর্মক্ষেত্র:
– অফিসে।

বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ:
– ৩১ জানুয়ারি, ২০২৩।

সোর্সঃ বিডি জবস।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *