গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ৬ষ্ঠ-২০তম গ্রেডে চাকরির সুযোগ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ৪. পদের নাম: সহকারী প্রকৌশলী পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। তবে শিক্ষাজীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ৫. পদের নাম: ব্যক্তিগত সহকারী পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) ৬. পদের নাম: উচ্চমান সহকারী পদসংখ্যা: ২ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার সনদসহ দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪) ৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা: ৫ যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৮. পদের নাম: স্টোর কিপার পদসংখ্যা: ২ যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার সনদসহ দক্ষতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) ৯. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১০ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ৬ থেকে ৮ নম্বর পদের ক্ষেত্রে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, শেরপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বরগুনা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। ৯ নম্বর পদের ক্ষেত্রে নরসিংদী, জামালপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, কুষ্টিয়া ও বরিশাল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা…২০২৩ সালের ২০ এপ্রিল প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর ও অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন। ১ নম্বর পদে আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। ২ থেকে ৯ নম্বর পদে আবেদনকারীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতি-নাতনি ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন যেভাবে ১ নম্বর পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্ধারিত ফরমে তিন প্রস্থ প্রোফাইল মহাপরিচালক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই), নশিপুর, দিনাজপুর বরাবর ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। বিএআরসির ওয়েবসাইট অথবা বিডাব্লিউএমআরআইয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সাম্প্রতিক দুই কপি ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১,০০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার মহাপরিচালক, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, নশিপুর, দিনাজপুর বরাবর সোনালী ব্যাংক করপোরেট শাখা, দিনাজপুরের অনুকূলে পাঠাতে হবে। আবেদনপত্র ও খামের ওপর পদের নামের সঙ্গে বিভাগ/ডিসিপ্লিন উল্লেখ করতে হবে। ২ থেকে ৯ নম্বর পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৬০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬৭ টাকাসহ মোট ৬৬৭ টাকা; ৫ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। যেকোনো তথ্যের জন্য ই-মেইলে (anu.dinaj@bwmri.gov.bd অথবা ddadmn.bwmri@gmail.com) যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ার অথবা টেলিটক নম্বর থেকে ১২১-এ ফোন করা যেতে পারে। আবেদনের সময়সীমা: ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।
