ফ্রেশারদের কাজের সুযোগ দিচ্ছে আকিজ রিসোর্সেস লিমিটেড

আকিজ রিসোর্সেস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অপারেশন এক্সিলেন্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। :::::::::: পদের নাম : ট্রেইনি, অপারেশনাল এক্সিলেন্স। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। তবে মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে। :::::::::: এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। তবে অভিজ্ঞতা ছাড়াও পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ২৪-২৭ বছরের মধ্যে হতে হবে।
পুরুষ প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে। :::::::::: বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, গ্রাচুয়েটি, দুপুরের খাবার, উৎসব ভাতা প্রদান করা হবে। :::::::::: আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে। :::::::::: আবেদনের শেষ তারিখ : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩:::::::::: Company :::::::::: InformationAkij Resources Limited Address : 198 Bir Uttam Mir Shawkat Sarak, Dhaka 1208 Web : https://www.akijresources.com/ Business : Akij Resources Limited also known as ARL was founded in April 2020 with a mission to ensure best quality products and services to the customers through continuous improvement that benefits society and environment.