মাস্টার্স পাশে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

মাস্টার্স পাশে ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার নিয়োগ দেবে আইসিবি ইসলামিক ব্যাংক

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড (ICB Islamic Bank Limited) বাংলাদেশের একটি বণিজ্যিক ব্যাংক যেটি মূলত ইসলামী ব্যাংকিং ব্যবসায় জড়িত। আইসিবি ইসলামিক ব্যাংক তার ব্যবসায়িক শক্তিশালী টিম গঠনের জন্য গতিশীল এবং পরিশ্রমী পেশাদারদেরকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন শাখায় ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদে অনলাইনের মাধ্যমে আগামী ২১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

ব্যাংকের নাম:
– আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড।

পদের নাম:
– ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার

পদসংখ্যা:
– ১০টি।

শিক্ষাগত যোগ্যতা:
– যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/এমবিএ।
– অভিজ্ঞতার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নমনীয় হতে পারে।
– একাডেমিক রেকর্ডে কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা:
– আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ০৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:
– সর্বোচ্চ ৪০ বছর।

চাকরির ধরন:
– ফুল টাইম

প্রার্থীর ধরণ:
– নারী পুরুষ উভয়েই

কর্মক্ষেত্র:
– অফিসে।

অন্যান্য শর্তাবলী:
– ব্রাঞ্চ ম্যানেজমেন্ট, জেনারেল ব্যাংকিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।
– শরিয়াহভিত্তিক ব্যাংক সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
– বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
– যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
– কঠোর পরিশ্রম এবং চাপের মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে।

কর্মস্থল:
– চট্টগ্রাম, সিলেট ও যশোর।

বেতন ও ভাতা:
– আলোচনা সাপেক্ষে।
– এছাড়াও ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় বেতন ও ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়া:
– শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
– ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
– মনে রাখবেন আইসিবি ইসলামিক ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান।
– যে কোন ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে

সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন

অনলাইনে আবেদন

অথবা,
সাবজেক্ট লাইনে জব পজিশন/ অবস্থান উল্লেখ করে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আপনার আপডেট করা সিভি ইমেইলে পাঠান- “hr.recruitment@icbislamic-bd.com“- এ।

আবেদনের শেষ তারিখ:
– ২১ জানুয়ারি, ২০২৩।

সোর্সঃ বিডি জবস।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *