ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেড এ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ২০২১ সাল ভিত্তিক ‘অফিসার- রুরাল ক্রেডিট/আরসি’ এর ৩৫১টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আগামী ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত দরখাস্ত আহ্বান করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
– যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/ স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে।
– মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ/ শ্রেণী থাকতে হবে।
– গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।
– কোন পর্যায়েই ৩য় বিভাগ/ শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
বেতন স্কেল:
– জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
বয়স সীমা (জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২/০৯/২০২২ তারিখের স্মারক নং- ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ মোতাবেক ২৫/০৩/২০২০ তারিখে):
– মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
– মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থী ধরণ:
– নারী-পুরুষ উভয়ই
চাকরির ধরণ:
– সরকারি ও স্থায়ী।
বিশেষ শর্তাবলী:
– নিয়োগ প্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড-২, ৩ এবং ৪ শাখাসমূহে পদায়ন করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে।
– বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড- ২, ৩ এবং ৪ শাখাসমূহের আওতাধীন ঘামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণগ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে।
– দুইটি উচ্চতর পদে (পিও) পদোন্নতি পাওয়ার পূর্ব পর্যন্ত ঐ সকল গ্রেডভুক্ত কৃষি ঋণ সম্পৃক্ত শাখাতেই কর্মরত থাকতে হবে এবং কোনক্রমেই কৃষি ঋণ সম্পৃক্ত নয় এমন শাখা এবং মে-১, কর্পোরেট-২, ও কর্পোরেট-১ শাখায় বা এরিয়া অফিস/ডিভিশনাল অফিস বা প্রধান কার্যালয়ে বদলি পদায়ন করা হবে না।
– এসইও পদে পদোন্নতি পাওয়ার পর এ সকল বাধ্যবাধ্যকতা রহিত হবে।
আবেদন ফি:
– পরীক্ষার ফি অফেরতযোগ্য ২০০ টাকা। ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে ‘রকেট’ (আবেদনকারীর নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট)–এর মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদন পদ্ধতি:
– শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে।
– অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
– সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
– আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা যাবে ৯ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
– Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ, রাত ১১.৫৯ টা।