অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু। এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন আমজাদ খান চৌধুরী। মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.)। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের কাস্টমার রিলেশন বিভাগে ট্রেইনি এক্সিকিউটিভ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ট্রেইনি এক্সিকিউটিভ পদে অনলাইনের মাধ্যমে আগামী ১১ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।.. প্রতিষ্ঠানের নাম: – প্রাণ-আরএফএল গ্রুপ …. পদের নাম:..– ট্রেইনি এক্সিকিউটিভ।পদের সংখ্যা: – নির্ধারিত নয়। আবেদন যোগ্যতা: – যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: – প্রয়োজন নেই। বয়সসীমা: – সবোর্চ্চ ৩০ বছর। প্রার্থীর ধরণ: – নারী পুরুষ উভয়েই চাকরির ধরণ: – ফুল টাইম ও স্থায়ী কর্মক্ষেত্র: – অফিসে
অন্যান্য শর্তাবলী: – ২৪x৭ রোস্টারিং ডিউটি। – পুরুষদের জন্য নাইট শিফট। – কম্পিউটার দক্ষতা থাকতে হবে। – ভালো ভয়েস কোয়ালিটি (বিশেষ করে বাংলা এবং ইংরেজি উচ্চারণে) – চাপ অধীনে কাজ করার ক্ষমতা। কর্মস্থল: – নাটোর। বেতন ও সুযোগ সুবিধা: – আলোচনা সাপেক্ষে। – দুপুরের খাবারের সুবিধা: আংশিক ভর্তুকি – বেতন পর্যালোচনা: বার্ষিক – উৎসব বোনাস: ২ – এছাড়াও কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। আবেদন যেভাবে: – আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। – অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে। – সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন…. অনলাইনে আবেদন…. আবেদনের শেষ তারিখ: – ১১ এপ্রিল, ২০২৩। সোর্স: প্রাণ-আরএফএল গ্রুপ।