স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার

স্নাতক পাসে ট্রেইনি রিলেশনশিপ অফিসার নেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ২৮ হাজার

ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (Eastern Bank limited) বাংলাদেশের বেসরকারি খাতের একটি বাণিজ্যিক ব্যাংক। এটি ১৯৯২ সালে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংকটি কর্পোরেট ব্যাংকিং সেবায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ব্যাংকটি ২০০৫ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত হয়। ইস্টার্ন ব্যাংক সম্প্রতি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে অনলাইনের মাধ্যমে আগামী ০৫ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন। ব্যাংকের নাম: – ইস্টার্ণ ব্যাংক লিমিটেড   পদের নাম: – ট্রেইনি রিলেশনশিপ অফিসার…. পদের সংখ্যা: – নির্ধারিত নয়। … দায় দায়িত্ব:  অনুমোদিত KPI অনুযায়ী নতুন ব্যবসার পরিকল্পনা করা, অর্জন করা, পরিচালনা করা এবং মাসিক ব্যবসার লক্ষ্য অর্জন করা। – নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি করা এবং রিটেল ও এসএমই ব্যাংকিং পণ্যের বিক্রয় কৌশল বিকাশ করা। – শাখা দ্বারা নির্ধারিত মাসিক বিক্রয় ম্যাট্রিক্স পরিচালনা করা। – বিক্রয় প্রচারাভিযান পরিচালনা করা। – অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক পরিষেবা নিশ্চিত করা। – ঋণ/কার্ড বকেয়া (যদি প্রয়োজন হয়) পুনরুদ্ধার করার জন্য, প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে সহায়তা করা।

শিক্ষাগত যোগ্যতা: – যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান যেকোন বিষয়ে ন্যূনতম স্নাতক পাস।   অভিজ্ঞতা: – সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। চাকরির ধরণ: – ফুল টাইম ও স্থায়ী ,,, প্রার্থীর ধরণ: – নারী পুরুষ উভয়েই অন্যান্য শর্তাবলী: – যোগাযোগ দক্ষতা, ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। – কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে অনলাইন সফটওয়্যার মডিউল অ্যান্ড এমএস অফিস প্যাকেজ বিষয়ে জানাশোনা থাকতে হবে। কর্মস্থল: – বাংলাদেশের যেকোনো স্থানে আবেদন যেভাবে: – আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। – অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে। সরাসরি আবেদন করতে ক্লিক করুন   অনলাইনে আবেদন

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *