সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০

সারাদেশে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, বেতন ৪৮ হাজার ৪০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (Islami Bank Bangladesh Limited) দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ইসলামী শরীআহ ভিত্তিক ব্যাংক যা কল্যাণমুখী ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণে অনন্য সাধারণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দেশ-বিদেশের অসংখ্য সম্মানসূচক পুরস্কার প্রান্ত, পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০০ ব্যাংকের মধ্যে বাংলাদেশের একমাত্র নির্বাচিত ব্যাংক এবং সারাদেশে বিস্তৃত ৩৭৬টি অনলাইন শাখা সমৃদ্ধ। সম্প্রতি ইসলামী ব্যাংক “প্রবেশনারি অফিসার” পদে নিয়ােগের জন্য উদ্যমী, কর্মতৎপর এবং উপযুক্ত যােগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা প্রবেশনারি অফিসার পদে আগামী ৩০ মার্চ, ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।ব্যাংকের নাম: – ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। পদের নাম: – প্রবেশনারি অফিসার পদসংখ্যা: – নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: – ইউজিসি অনুমোদিত যেকোন পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৪ বছর মেয়াদি সমমানের স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি/ এমবিএ/ এমবিএম ডিগ্রি থাকতে হবে। – প্রার্থীদের শিক্ষা জীবনের সকল পরীক্ষায় প্রথম শ্রেণি/ বিভাগ থাকতে হবে। – প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। – স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ এবং ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৭৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: – আবশ্যক নয়। বয়স সীমা (৩০ মার্চ, ২০২৩ তারিখে): – সর্বনিম্ন ২২ বছর এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর বাংলাদেশ ব্যাংকের BRPD সার্কুলার লেটার নং ৪৩, তারিখ- ০২.১১.২০২২ অনুযায়ী। – এসএসসি/ সমমানের পরীক্ষার মূল সার্টিফিকেট প্রার্থীদের বয়সের প্রমাণ হিসাবে উপস্থাপন করতে হবে এবং এ সংক্রান্ত কোন হলফনামা/ এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর ধরণ: – নারী পুরুষ উভয়েই৷ চাকরির ধরন: – ফুল টাইম ও স্থায়ী৷ কর্মক্ষেত্র: – অফিসে। কর্মস্থল: – বাংলাদেশের যে কোনো স্থানে। অন্যান্য শর্তাবলী: – প্রার্থীদের মৌখিক এবং লিখিত উভয় ক্ষেত্রেই শক্তিশালী যোগাযোগ দক্ষতা থাকতে হবে। – দুর্দান্ত আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে। – এমএস অফিস, এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এ ভাল অপারেশন দক্ষতা থাকতে হবে। – চাকরিরত প্রার্থীদের অবশ্যই উপযুক্ত চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে। – নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ০৫ (পাঁচ) বছরের জন্য ব্যাংকে সেবাদানের জন্য একটি সিউরিটি বন্ড সই করতে হবে। সিলেকশন পদ্ধতি: – কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। – লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের ২ (দুই) ধাপের সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হবে। – প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে career.islamibank.com এর মাধ্যমে প্রবেশপত্র প্রদান করা হবে। – সকল প্রকার যোগাযোগ ই-মেইল/ এসএমএস এর মাধ্যমে করা হবে। বেতন ও ভাতা: – নির্বাচিত প্রার্থীদের প্রবেশন পিরিয়ড তথা ১ম বছর সর্বসাকুল্যে মাসিক বেতন ৪৮,৪০০/- টাকা করে দেয়া হবে। – প্রবেশন পিরিয়ড সফলভাবে সম্পন্ন করার পরে অফিসার পদে কনফার্মেশন দেয়া হবে এবং বেতন স্কেল টাকা= ২৯,৭৫০-২,৬৭৮X৫-৪৩,১৪০-ইবি-৩,৮৮২X৫-৬২,৫৫০/- অন্যান্য ভাতাসহ মাসিক বেতন ৫৯,৫০০/- টাকা হবে। আবেদনের প্রক্রিয়া: – আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ স্বাক্ষর (JPG, size 100 kb), এসএসসি সার্টিফিকেট, শেষ একাডেমিক সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র (JPG, size 200 kb) আপলোডের মাধ্যমে আবেদন করতে পারবেন– ইসলামী ব্যাংক কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। – ডাক/ কুরিয়ার/ সরাসরি কোন আবেদনপত্র জমা গ্রহণযোগ্য হবে না। – প্রার্থীদের অবশ্যই একটি ভ্যালিড ইমেইল এড্রেস এবং মোবাইল নম্বর থাকতে হবে। – অফিসিয়াল সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে। – সরাসরি আবেদন করতে নিচের লিংকে ক্লিক করুন  অনলাইনে আবেদন  বিশেষ দ্রষ্টব্য: – প্রকাশিত একাডেমিক ফলাফল আপলোড করতে হবে, এছাড়া অপ্রকাশিত ফলাফল গ্রহণযোগ্য হবে না। – লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ ডিএ দেওয়া হবে না। – ব্যাংক কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই যে কোন পর্যায়ে যে কোন আবেদন গ্রহণ/ বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ: – ৩০ মার্চ, ২০২৩। সোর্সঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *