নগর উন্নয়ন প্রজেক্টে কর্মী নিচ্ছে ব্র্যাক, আবেদন করুন দ্রুত

নগর উন্নয়ন প্রজেক্টে কর্মী নিচ্ছে ব্র্যাক, আবেদন করুন দ্রুত

ব্র্যাক তাদের নগর উন্নয়ন প্রজেক্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ৩ মার্চ পর্যন্ত। পদের নাম : প্রোগ্রাম কোঅর্ডিনেটর। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : এনভায়রনমেন্ট, ডিজাস্টার, ইকোনমিকস, ব্যবসায় শিক্ষা, সোশ্যাল সায়েন্স বিষয়ে জানাশোনা থাকতে হবে।

প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৩ মার্চ, ২০২৩.. বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। তবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে ফেস্টিভাল বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, হেলথ অ্যান্ড লাইফ ইন্সু্যরেন্স প্রদান করা হবে।

BRAC is an international development organisation founded in Bangladesh that partners with over 100 million people living with inequality and poverty globally to create sustainable opportunities to realise potential.

BRAC Urban Development Programme (UDP) envisions cities and human settlements which are safe, resilient, inclusive and sustainable. We implement tailored interventions to reach this goal, such as building low-cost climate-resilient housing, empowering workers in the ready-made garment sector, raising community fire prevention awareness and advocating with the local and national governments for inclusive, pro-poor, urban planning and governance. Join the UDP team to create models for better urban spaces across Bangladesh and be part of a team making cities into places where everyone living in them can thrive. Working at brac is not like any other job. It is a platform where you can bring about real change for people who need it the most. We are not just dreaming of a better world, we are building it. Join us to find the way.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *