অক্সফামে চাকরির সুযোগ, বেতন বছরে প্রায় পৌনে ১৩ লাখ

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে বিজনেস সাপোর্ট টিমে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- পদের নাম: প্রোগ্রাম ফিন্যান্স অফিসার
বিভাগ: ইন্টারন্যাশনাল
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং/ ফিন্যান্স/ ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো সংস্থার ফিন্যান্স বিভাগে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতাসহ কোনো আন্তর্জাতিক সংস্থায় অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ট্যাক্স ও ভ্যাট আইন জানতে হবে। পার্টনার ম্যানেজমেন্ট, রিপোর্টিং ও ক্যাপাসিটি বিল্ডিংয়ে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। পিপলসফট ফিন্যান্স সফটওয়্যারের কাজ জানতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৩।